প্রকাশিত: ২:১০:০০ অপরাহ্ণ, ১৭ জুলাই, ২০২৫
ছবি- সংগৃহীত
লাস্টনিউজবিডি ১৭ জুলাই: কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)–এর তদন্তের মুখে ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন গঠিত পাঁচ সদস্যের বোর্ডের চেয়ারম্যান করা হয় সাবেক সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।
তবে চেয়ারম্যান হওয়ার কিছুদিন পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থসংঘাতের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির তাঁকে ডেকে পাঠান।
পদে থাকতে তিনি বিভিন্ন মহলে লবিং শুরু করেন বলে জানা গেছে। এর মধ্যেই ১৫ জুলাই বিএফআইইউ ওবায়েদ উল্লাহ ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব তলব করে এবং ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালায়। অভিযানে গত আগস্টের পর চেয়ারম্যান হিসেবে তাঁর নেওয়া সুবিধাসমূহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
আরও পড়ুন
এ ছাড়া সম্প্রতি তিনি পরিচালনা পর্ষদ বা বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই যুক্তরাষ্ট্রে এক মাসের সফরে যান। তিনি মৌখিকভাবে জানিয়েছিলেন যে, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ক্রেডিট লাইন সংক্রান্ত বৈঠকে অংশ নেবেন। তবে বোর্ডে কোনো লিখিত প্রস্তাব বা অনুমোদন ছাড়াই এ সফরে যাওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব অনিয়মের প্রেক্ষিতেই বিএফআইইউর তদন্ত শুরু হয় এবং অবশেষে তিনি পদত্যাগে বাধ্য হন।
লাস্টনিউজবিডি/জে আই
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি