প্রকাশিত: ১২:০৫:০০ অপরাহ্ণ, ৯ জুলাই, ২০২৫
ছবি- সংগৃহীত
আলীমুজ্জামান হারুন
লাস্টনিউজবিডি ৯ জুলাই: চলতি মাসে ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ চূড়ান্ত করা হতে পারে । ইতোমধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। আগমীকাল ইসলামী ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়টি আলোচনায় উঠতে পারে বলে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।
আরও পড়ুন
সূত্র মতে বর্তমান চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত এমডি ওমর ফারুক খান রেগুলার এমডি হবার জন্য আবেদন করেছেন। এর আগে এনআরবি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন ।
আরও পড়ুন
এছাড়া আবেদন করেছেন, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকু রহমান । এর আগে তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। এই দুজনের নাম নতুন এমডি নিয়োগে আলোচনায় রয়েছেন। তবে ওমর ফারুক খানের এমডি হবার পাল্লা ভারি ।
আরও পড়ুন
চার দশক নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক পুনরায় আগের অবস্থানে যাবার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় নতুন এমডি নিয়োগ দিতে যাচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ । তবে ইসলামের নামে ব্যাংকটি হলেও রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতি । যার ফলে গত ১৭ বছরে বাংকের ভাবমূর্তি তলানিতে চলে গেছে ।
আরও পড়ুন
লাস্টনিউজবিডি/জে আই
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি