গ্রামীণ ব্যাংক টুকরো টুকরো করার প্রচেষ্টা প্রতিহত করতে হবে : ড. ইউনূস
ঢাকা, ২০ জুন (লাস্ট নিউজ) : নোবেল জয়ী ড . মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংক ভেঙ্গে টুকরো টুকরো করার সরকারি প্রচেষ্টা প্রতিহত করতে হবে।
আজ চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট মিলনায়তনে ছাত্র ও তরুনদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। ড. ইউনূসের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মান কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রাপ্তি উপলক্ষে এই সমাবেশ এবং সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নোবেলজয়ী ইউনূস সূহৃদ -চট্টগ্রাম।
ছাত্র ও তরুন সমাবেশে সোয়া এক ঘন্টার বক্তব্যের শুরুতে ড. ইউনূস তার শৈশব, এবং স্কুল জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনা করেন তরুনদের উদ্দেশ্যে। ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে আমাদের প্রচলিত ক্ষুদ্র ঋণ চালু করেনি। আর আমাদের সরকার বলছে এই পদ্ধতির প্রবক্তা গ্রামীন ব্যাংককে ভেঙ্গে টুকরো টকরো করে দিতে হবে। এটা কি হবে? এটা কি সম্ভব? সুতরাং এটা প্রতিহত করতে হবে। তিনি বলেন, সরকারের ক্ষমতা তো অসীম ক্ষমতা, সরকার যদি সিদ্ধান্ত নেয় এটা ভেঙ্গে দেবে তা আমরা রোধ করবো কিভাবে, কাগজে কলমে একটা সিগনেচারেই তা সম্ভব, কিন্তু দেশের মানুষ যদি জেগে উঠে বলে যে এটা হবে না তা হলে কারো সাধ্য নেই, সরকারের যত ক্ষমতাই থাকুক।
You must be logged in to post a comment Login