রাঙামাটিতে দ্বিতীয় দিনের হরতাল চলছে
রাঙামাটি প্রতিনিধি, ১৯ জুন (লাস্ট নিউজ) : জাতীয় সংসদে পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) বিল তোলার প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বুধবার রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে চলছে।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ এই হরতাল ডেকেছে। হরতালের নৈতিক সমর্থন দেয় পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
হরতাল চলাকালে সকাল থেকে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ। শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ উপজেলা সদরের উদ্দেশে ছেড়ে যায়নি। হরতালকারীদের শহরের বনরুপাসহ কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখা গেছে। আইন শৃংখলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুন একই দাবিতে পার্বত্য বাঙালী ভিত্তিক ৬টি সংগঠন তিন পার্বত্য জেলায় ৯ জুন ৭২ ঘণ্টার হরতাল পালন করে।
You must be logged in to post a comment Login