জনগণ সরকারকে না বলে দিয়েছে : ফখরুল
ঢাকা, ১৬ জুন (লাস্ট নিউজ) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফথরুল ইসলাম আলমগীর বলেছেন, চার সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের মাধ্যমে সরকারকে না বলে দিয়েছে জনগণ । এই নির্বাচনের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে দেশের মানুষ আসন্ন জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে। এটাই আমরা সরকারকে বলে দিতে চাই। তিনি বলেন, জনগণের রায় মেনে নিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করুন।
রোববার বেলা ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চার সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের ফলাফল নিয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, আগামী নির্বাচন তত্ত্ববধায়ক সরকারের অধীনেই সম্পন্ন করার বিরোধী দলের যে দাবি এই ভোটের মধ্য দিয়ে তা ফুটে উঠেছে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ভয়ভীতি সত্ত্বেও জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে। সরকারি দলের সন্ত্রাসী কার্যকলাপ, ব্যাপক অনিয়ম, নির্যাতন, কালো টাকার প্রভাব এবং সর্বোপরি সরকারের প্রতি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই নির্বাচনে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিবিদদের হয়রানি করা থেকে বিরত থাকুন। মামলা, হামলা করে রাজনীতিবিদদের দমিয়ে রাখা যায় না। দেশের মানুষ বিগত ৪ বছরের অত্যাচার নির্য়াতনের জবাব দিয়েছে চার সিটি করপোরেশন নির্বাচনে। আগামী জাতীয় নির্বাচনেও জাবাব দিবে।
ফখরুল বলেন, ‘সিটি নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, ১৮ দলীয় জোটের তত্ত্বাবধায়কের যে দাবি তার কোনো বিকল্প নেই। এটাই নির্বাচনে জনগণের বার্তা। আমরা আশা করবো, সরকার জনগণের এ বার্তা উপলব্ধি করবে।’
তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতাদের হত্যা করে, লাঞ্ছিত করে, গুম করে, তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায় না। মথ্যা মামলা দিয়ে, জেলে ঢুকিয়ে নেতাকর্মীদের স্তব্দ করা যাবে না।’
You must be logged in to post a comment Login