মৃত্যুর সাথে লড়ছেন ম্যান্ডেলা
ঢাকা, ১২ জুন (লাস্ট নিউজ) : সারাজীবন লড়েছেন কালো মানুষের অধিকার আদায়ের লড়াই। এবার সেই নেলসন ম্যান্ডেলা লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। তার বর্তমান পরিস্থিতি জানাতে গিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও দীর্ঘ আন্দোলনের সঙ্গী জ্যাকব বলেছেন, চিকিত্সকরা প্রাণপণ চেষ্টা করছেন। আর তিনি একজন লড়াকু মানুষ এবং এক্ষেত্রেও তার ছাপ রাখছেন। এই লড়াইয়ে ম্যান্ডেলার জয়ের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
জ্যাকব বলেন, নেতার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা এখনো কাটেনি। তবে অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ ম্যান্ডেলার অবস্থার অবনতি হয়নি। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ৯৪ বছর বয়সি ম্যান্ডেলা ফুসফুসে সংক্রমণ নিয়ে গত চার দিন ধরে প্রিটোরিয়ার হাসপাতালে রয়েছেন।
You must be logged in to post a comment Login