দুদক চেয়ারম্যানের পদে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল
ঢাকা, ১১ জুন (লাস্ট নিউজ) : মেয়াদ শেষের পরেও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে গোলাম রহমান কোন কর্তৃত্ব বলে দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ২ মে থেকে ১১ জুন পর্যন্ত দায়িত্ব পালনকে অবৈধ ঘোষণা এবং এই সময়ের মধ্যে নেয়া বেতন-ভাতা ফেরত দেয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করেন। তার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার বদরুদ্দোজা বাদল। শুনানিতে তিনি বলেন, ২০০৯ সালের ৩০ এপ্রিল গোলাম রহমানকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।
এরপর ঐ বছরের ২ মে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু তিনি ২৪ জুনে এই পদে যোগদান করেন। বদরুদ্দোজা বলেন, ”দুদক আইনের ৬ ধারায় বলা হয়েছে, নিয়োগের দিন থেকে মেয়াদকালের গণনা শুরু হবে। সেই হিসেবে ১ মে তার চার বছর পূর্ণ হয়। কিন্তু মেয়াদ শেষের পরেও তিনি দায়িত্বপালন করে যাচ্ছেন। যা বেআইনি।
You must be logged in to post a comment Login