নলছিটিতে চাঞ্চল্যকর গৃহবধূ রুমা হত্যার আসামী দেবর গ্রেফতার
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি ৭ জুন (লাস্টনিউজ):- ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর গৃহবধূ রুমা (২৫) হত্যা মামলার পলাতক আসামী তার দেবর মো: আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে ওই গৃহবধূর স্বামী আল-আমিন ও তার ভাই রাজ্জাককে এখনও গ্রেফতার করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনার জের গত ১১ এপ্রিল ( বৃহস্পতিবার) রাতে রুমাকে পিটিয়ে হত্যা করে তার স্বামী আল-আমিন, তার ভাই মো: আলী ও আ: রাজ্জাক। পরে তারা ঘটনাটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে নাটক সাজিয়ে এলাকাবাসীর মধ্যে প্রচারের চেষ্টা করে।
এলাকাবাসীর কাছে ঘটনাটি রহস্যজনক মনে হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নিহতের ভাই আবু সুফিয়ান তার বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ এনে ১২ এপ্রিল নলছিটি থানায় ওই তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রুমার ৯ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব জানান, রুমাকে প্রায়ই আল-আমিন নির্যাতন করতো। ওই দিন রাতে রুমাকে তারা পিটিয়ে হত্যা করে। সুরতহাল ও ময়না তদন্তের রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেছে। অন্য আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
You must be logged in to post a comment Login