সংবিধানসম্মত সভা-সমাবেশ নিষিদ্ধ নেই :স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা, ৪ জুন (লাস্ট নিউজ) : দেশে আগের মতোই সংবিধানসম্মত সভা-সমাবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেছেন, “সংবিধানসম্মতভাবে পূর্বেও সভা-সমাবেশ নিষিদ্ধ ছিল না এখনও নেই।” মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী।
তবে যারা লাঠি নিয়ে রাজপথে থাকে তাদের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ- একথা জানিয়ে শামসুল হক বলেন, “সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের জন্য সভা-সমাবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নৈরাজ্য-সন্ত্রাস সৃষ্টি, রাজপথে লাঠি নিয়ে সহিংসতার সংস্কৃতি যতদিন থাকবে ততদিন তাদের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।
রাজধানীতে এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধের কথা গত ১৯ মে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তার এ বক্তব্যে নানা মহলে তীব্র প্রতিক্রিয়া হলে সেরাতেই একটি ‘ব্যাখ্যা’ দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এতে বলা হয় মহাসেন-পরবর্তী সহায়তা তৎপরতার চালাতে সভা-সমাবেশ নিষিদ্ধ হয়েছে।
আবার ১৯ মে রাতেই রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর পুলিশ। এ প্রেক্ষিতে রাজধানীতে নির্ধারিত সমাবেশ করতে না পারার প্রতিবাদে মে মাসে সারাদেশে একদিন হরতালও করেছে বিএনপি।
সর্বশেষ টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত থেকে সোমবার বাজেট অধিবেশনে যোগ দেয়ার দু’ঘণ্টার মাথায় সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে বিএনপির নেতৃত্বে সংসদ ছেড়ে যান বিরোধী দলের সাসংদরা।
You must be logged in to post a comment Login