দুই অতিরিক্ত ও ৩ যুগ্ম সচিব পদে রদবদল
ঢাকা, ২ জুন (লাস্ট নিউজ) : ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মোহাম্মদ মাহমুদ রেজা খানকে রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ করা হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলামকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে অতিরিক্ত সচিব পদমর্যদার এ দুই কর্মকর্তাকে নিয়োগ করা হয়।
গত ২৯ মে পর্যন্ত এই দুই কর্মকর্তা ছয় মাসের মেয়াদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষে ওইদিনই তাদের জনপ্রশাস মন্ত্রণালয়ে ফেরত আনা হয়।
এদিকে, ওইদিন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কে এম মোজাম্মেল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং একই বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় ঢাকা দক্ষিণের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান।
রোববার এই দুই কর্মকর্তা প্রশাসক হিসেবে কাজে যোগদান করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে বিএডিসির সচিব (যুগ্ম সচিব) মো. আতাহার আলীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিয়োগ করা হয়েছে।
অপরদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেলিনা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক যুগ্ম সচিব কাজল ইসলামকেও ওএসডি করা হয়।
You must be logged in to post a comment Login