গাজীপুরে ৩ গার্মেন্টসে ফের শ্রমিক বিক্ষোভ
গাজীপুর, ১ জুন (লাস্ট নিউজ) : গাজীপুরে তিনটি গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভকে কেন্দ্র করে নাশকতা এড়াতে কারখানা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের বড়বাড়ি এলাকার লি-নভোটেক্স কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, ওভার টাইম বিল বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সকালে কর্মবিরতি শুরু করে এবং তারা কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। ভোগড়া এলাকার ম্যানট্রাস্ট স্যুয়েটার কারখানার শ্রমিকরা তাদের উৎপাদিত পণ্যের মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে।
অন্যদিকে, জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আয়মন টেক্সটাইল গার্মেন্টস কারখানার শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ, হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে সকালে কাজে যোগ দেয়নি। পরে কারখানা কমপ্লেক্সের ভিতরে বিক্ষোভ করতে থাকে।
You must be logged in to post a comment Login