মতিঝিলে সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন

লাস্টনিউজবিডি, ২০ নভেম্বর: রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বিকেল সোয়া চারটার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।
You must be logged in to post a comment Login