মনোনয়নপত্র বেচে দু’দিনে আ. লীগের আয় সোয়া ১১ কোটি টাকা

লাস্টনিউজবিডি, ২০ নভেম্বর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুদিনে মোট ২ হাজার ২৮৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এতে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকা আয় হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসে মনোনয়নপত্র বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এদিকে, দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি মনোনয়নপত্র কিনেছেন ১ হাজার ১৮০ জন আর অনলাইনে কিনেছেন ৩২ জন। এ দিনে মনোনয়ন ফরম বিক্রি থেকে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা এবং অনলাইনে ১৬ লাখ টাকার মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
এর আগে শনিবার ১ হাজার ৭৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এতে ৫ কোটি ৩৭ লাখ টাকা আয় হয় আওয়ামী লীগের। আগামী ২১ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
- দিনমজুর ভাড়া করে নাশকতা করায় বিএনপি: ডিবির হারুন
- ক্যাডেট কলেজ ক্লাব এবং নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা