যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

লাস্টনিউজবিডি, ১৯ নভেম্বর: যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডবিউসি, এফএডবিউসি, পিএসসি।
রোববার (১৯ নভেম্বর) দেশে প্রত্যাবর্তন করেছেন।
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান‘ প্যাসিফিক এয়ার ফোর্সেস’- এর কমান্ডার জেনারেল কেনেথ এস. উইল্সবাখ এর আমন্ত্রণে গত ১৩-১৬ নভেম্বর ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্রের হিকাম এয়ার ফোর্স বেস- এ অনুষ্ঠিত “প্যাসিফিক এয়ার চীফ্স সিম্পোজিয়াম ২০২৩” এ যোগদান করেন।
বিমানবাহিনী প্রধান উক্ত সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে“ হিউম্যানিট্যারিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)” এর উপর বক্তব্য প্রদান করেন।
এছাড়াও তিনি অংশ গ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান গণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং পারস্পরিক সার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য যে, সম্মানিত বিমানবাহিনী প্রধান সস্ত্রীক এবং একজন সফর সঙ্গী সহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ১২ নভেম্বর ২০২৩, রবিবার ঢাকা ত্যাগ করেন।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
- দিনমজুর ভাড়া করে নাশকতা করায় বিএনপি: ডিবির হারুন
- ক্যাডেট কলেজ ক্লাব এবং নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা