রুয়েটে বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৩ পালিত

রহিদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি: বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম। শোভাযাত্রাটি রুয়েট ক্যাম্পাসের প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) রাজশাহী চ্যাপ্টার ও ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রুয়েটের সহযোগিতায় এ দিবসটি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের উপরিচালক অনুতোষ দাস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এদিন আলোচনা সভা, সেমিনার, পোস্টার প্রেজেন্টশন, ফটোগ্রাফি কনটেস্ট, জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম(জিআইএস) প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানান কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৩ পালিত হয়েছে।
উল্লেখ্য,০৮ নভেম্বর বিশ্ব নগর পরিকল্পনা দিবস। ২০২৩ সালের এবারের বিশ্ব নগর পরিকল্পনা দিবসের প্রতিপাদ্য হচ্ছে “বিশ্বব্যাপী শিখুন, স্থানীয়ভাবে প্রয়োগ করুন”। ১৯৪৯ সালে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক কার্লোস মারিয়া ডেলা পাওলো নগর পরিকল্পনার পেশাদার আগ্রহকে প্রচার করার লক্ষ্যে এ দিনটি চালু করেন। বসবাসযোগ্য পৃথিবী তৈরিতে পরিকল্পনার ভূমিকাকে স্বীকৃতি দেয়া এবং প্রচার করার জন্য এটি একটি বিশেষ দিন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
- দিনমজুর ভাড়া করে নাশকতা করায় বিএনপি: ডিবির হারুন
- ক্যাডেট কলেজ ক্লাব এবং নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা