নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

জাবি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বুধবার (১৫ নভেম্বর) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। এসময় ছাত্রলীগের বিভিন্ন হল শাখার পাঁচ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘তারুণ্যের ভোট নৌকা মাকার্র পক্ষে হোক। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নিবার্চিত করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নিবার্চনের মাধ্যমে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
ক্যাম্পাসে বিরোধী দলের সহাবস্থানের ব্যাপারে ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘তারা যদি সুষ্ঠুভাবে থাকতে চায় তাহলে ক্যাম্পাসে তাদের সহাবস্থানে কোন আপত্তি নেই। তবে তাদের আচরণ দেখে মনে হয় না এমনটা করবে । তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চায়। তারা ক্যাম্পাসে কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে ছাত্রলীগ তাদের প্রতিহত করবে।’
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
- দিনমজুর ভাড়া করে নাশকতা করায় বিএনপি: ডিবির হারুন
- ক্যাডেট কলেজ ক্লাব এবং নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা