বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধে রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক

রহিদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি: বিএনপি-জামায়াতের তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ। রাজশাহী মহানগরীসহ জেলার কোথায় প্রভাব পড়েনি অবরোধের।
আজ বুধবার (৮ নভেম্বর ) সকাল থেকে রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসস্ট্যান্ড গুলো হতে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই, ছেড়ে গেছে রাজশাহী শহর হতে বিভিন্ন রোডে জেলা পর্যায়ের বাস। এছাড়াও কর্মব্যস্ত মানুষ সকাল থেকেই কর্মস্থলে ছুটে চলেছেন।
আজ বুধবার সকাল দশটায় রাজশাহী নগরীর রেলগেটে বা শহীদ কামারুজ্জামান চত্বরে যাত্রীদের চাপও অনেক বেশি দেখা গেছে। সেখান থেকে বেশ কয়েকটি বাস ও বিভিন্ন জেলাতে ছেড়েও যাচ্ছেন। এদিকে ব্যাটারিচালিত রিকশাও অটোরিকশাসহ জেলা শহর হতে বিভিন্ন রোডে সিএনজিও চলাচল করতে দেখা গেছে।
এছাড়া বিভিন্ন সড়কে দেখা মিলেছে হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের ।
মহাসড়কে স্বাভাবিক ভাবে লোকাল বাস চলাচল করতে দেখা গেছে।
এদিকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহানগরীর সাহেব বাজার, তালাইমারী, নওদাপাড়া, ভদ্রা, রেলগেট, লক্ষ্মীপুর, কোর্ট, সিএন্ডবি মোড়, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন তারা।
এছাড়াও বিভিন্ন রোডে পুলিশ ও র্যাবের টহল জোরদার রয়েছে। এদিক তৃতীয় দফা ডাকা বিএনপি-জামায়েতের অবরোধে রাজশাহী হতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, কল কারখানা, অফিস আদালতসহ সব প্রতিষ্টান।
রাজশাহী মহানগীর লক্ষ্মীপুর মোড়ে কথা হয় অটোরিকশা চালক সাদ্দামের সাথে। প্রশ্ন করা হয় অবরোধে কেনো আপনি অটোরিকশা চালাচ্ছেন। তিনি বলেন অবরোধ তো আর পেট মানবে না। তাড়াছাও আমরা অবরোধ মবরোধ বুঝি না। সকাল হলেও ছেলে মেয়ের পড়াশোনা আর সংসারের খরচ যোগাতে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ি। কপালে যদি অবরোধে মৃত্যু বা ক্ষতিসাধন থাকে। তাহলে কিছুই করার নাই।
কথা হয় রাজশাহী মহানগীর রেলগেট এলাকায় সিএনজি চালক খলিলের সাথে, জানতে চাই, চাচা মিয়া আপনি কেনো অবরোধে সিএনজি নিয়ে বের হইছেন, তিনি বলেন, কিসের অবরোধ। এমন অবরোধ মানিনা, গরীবের পেটে লাথি মেরে অবরোধ ডাকে, এমন রাজনৈতিক দলকেও আমি ঘৃনা করি। কারন, তারা অবরোধ ডেকে আমাদের মত শ্রমজীবি মানুষের রুজি রোজগারের পথ বন্ধ করছে।
তিনি আরো বলেন, শেখের বেটি দেশ খুব ভালো চালাচ্ছে। আমি সিএনজি চালিয়ে খাই। কোনো সমস্যা নাই। অনেক রাতে কখনো কখনো বাড়িতে ফিরতে হয়। রাস্তায় জান বা গাড়ী হারানোর কোনো ভয় থাকে না। আর বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকলে রাস্তায় চলতে পারি না। এখানে চাঁদা। ওখানে জীবন হারানোর ভয়। এটা থেকে ভালো আছি।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
- দিনমজুর ভাড়া করে নাশকতা করায় বিএনপি: ডিবির হারুন
- ক্যাডেট কলেজ ক্লাব এবং নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা