মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ জন আটক

লাস্টনিউজবিডি, ০৪ নভেম্বর: মালয়েশিয়ার সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০২ বাংলাদেশিসহ ২৪৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে মালয়েশিয়ার শহরের অদূরে শাহ আলমের সেকশন ২২ এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটক থেকে বাঁচতে কেউ কেউ চেয়ারের নিচে ও ড্রামের ভেতরে লুকিয়ে ছিলেন। যদিও তাতে শেষ রক্ষা হয়নি।
শনিবার (৪ নভেম্বর) স্থায়ী সময় সকালে সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫ ধারা এবং সেই সঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী অভিযান চালিয়ে ২০ থেকে ৫০ বয়সী ২৪৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে বাংলাদেশি ১০২ জন, নেপালি ৬১ জন, ভারতীয় ৫৮ জন, পাকিস্তানি ২০ জন, ইন্দোনেশিয়ান তিন জন ও শ্রীলঙ্কান একজন রয়েছে।
সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, তাদের অধিকাংশই ভিসার অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ বা নথিপত্র না থাকার অপরাধে জড়িত।
আটক বিদেশিদের পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর জিআইএম অফিসে নেওয়া হয়েছে। যদি জড়িত বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তাহলে আদালতে তোলার জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
- দিনমজুর ভাড়া করে নাশকতা করায় বিএনপি: ডিবির হারুন
- ক্যাডেট কলেজ ক্লাব এবং নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা