রাঙামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

লাস্টনিউজবিডি, ০৪ নভেম্বর: রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গরমিলা চাকমা (৫৫) ও পরি চাকমা (৪৫)।
জানা গেছে, বাস-অটোরিকশা সংঘর্ষে ওই দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশার চালক পিন্টু চাকমাসহ (২২) চারজন। আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের নেওয়া হয়েছে। এদের মধ্যে পিন্টুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আহত অন্য নিজনের নামপরিচয় এখনও জানা যায়নি।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
- দিনমজুর ভাড়া করে নাশকতা করায় বিএনপি: ডিবির হারুন
- ক্যাডেট কলেজ ক্লাব এবং নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা