প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লাস্টনিউজবিডি, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় ছাত্রদল নেতা কাইফি শিকদার মিমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাইফি বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
তিনি বলেন, ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার পর থেকে কাইফি আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বর গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকা থেকে কাইফি শিকদার মিমির বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদারকে (৬০) গ্রেপ্তার করা হয়।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণের চালান আটক
- গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
- বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম
- জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
- ৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
- রাষ্ট্রপতির আদেশে ১৭ বিচারককে বদলি