ওমরাহ করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

লাস্টনিউজবিডি, ২৭ সেপ্টেম্বর: সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে তারা নিহত হন। নিহতদের তিনজনই কাতার প্রবাসী বাংলাদেশি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
নিহত তিনজন হলেন চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।
তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১০টায় সৌদি আরব থেকে ওমরাহ করে কাতার ফেরার পথে সৌদি আরব বর্ডার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন কবির হোসেন নামের আরও এক বাংলাদেশি। এ সময় তার সঙ্গে থাকা মুছা মিয়া নামের আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ সৌদি আরব আল হাসান হোপ কিং ফাহাদ হসপিটালের মর্গে আছে বলে জানান স্বজনরা।
নিহত কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘালয় গ্রামের কালা মিয়ার ছেলে। আহত মুছা মিয়া ওই গ্রামের আসক আলীর ছেলে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণের চালান আটক
- গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
- বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম
- জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
- ৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
- রাষ্ট্রপতির আদেশে ১৭ বিচারককে বদলি