আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

লাস্টনিউজবিডি, ২৬ সেপ্টেম্বর: চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোডের নুরজাহান কমিউনিটি সেন্টারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিনের কর্মী সমাবেশে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মিরসরাই থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ হামলার ঘটনায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন গিয়াস উদ্দিন।
হামলায় আহত কয়েকজন হলেন হৃদয়, পলাশ, সাইফুল, নুরুল বাকী, সবুজ, কামরুল, সেলিম, সাবেক কাউন্সিলর রহিমউল্লাহ, রনি ও হাসান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গিয়াস উদ্দিন অভিযোগ করে জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ৯ নম্বর সদর মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে সমর্থক।
তিনি আরও জানান, ‘উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ৯ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে আমার শান্তিপূর্ণ সমাবেশে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা কমিউনিটি সেন্টারের ফটকের বাইরে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় বের হওয়ার সময় বেশকিছু মহিলা কর্মীসহ নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। বর্তমানে আমরা জিম্মি, এখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলতে পারব না, রাজনীতি করতে পারব না, এটা কোনো যুগে বাস করছি। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।’
গিয়াস উদ্দিন আরও জানান, মাসুদ করিম রানা এবং শামসুল আলম দিদারের নেতৃত্বে হামলার সঙ্গে আরও জড়িত ছিলেন ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান, ৯ নম্বর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সলিম মেম্বার, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, ইউনুস, রাসেল ও আজাদ রুবেল।
এ ঘটনা অস্বীকার করে শামসুল আলম দিদার বলেন, ‘আমাদের মিরসরাই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শান্তির জনপদ। এখানে রাজনীতি করতে হলে সাংগঠনিক উপজেলা ও ইউনিয়নের কমিটি রয়েছে। আগামী ৬ অক্টোবর মিরসরাইতে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সমাবেশের কর্মসূচি রয়েছে। এ সমাবেশ সফল করতে বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন মতবিনিময় সভা হচ্ছে। আমরা বিশৃঙ্খলা না করার জন্য গিয়াস উদ্দিনকে অনুরোধ করতে যাই। যেনো আগামী ৬ তারিখ পর্যন্ত কোনো সভা সমাবেশ না করে। তখন তার কিছু অনুসারী উত্তেজিত হয়ে তেড়ে এসে আমাদের ওপর হামলা করে। আমরা কারও ওপর হামলা করি নাই।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।’
তিনি আরও বলেন, নুরজাহান কমিউনিটি সেন্টারে রাজনৈতিক সমাবেশের ব্যাপারে প্রশাসনের কোনো অনুমতি ছিল না।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণের চালান আটক
- গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
- বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম
- জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
- ৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
- রাষ্ট্রপতির আদেশে ১৭ বিচারককে বদলি