‘হ্যালো পুলিশ, দোকানে ঢুকছিলাম চুরি করতে আমারে বাঁচান’

লাস্টনিউজবিডি, ২৬ সেপ্টেম্বর: দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনি খাওয়ার ভয়ে কল দেন জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ। কল পেয়ে পুলিশ গিয়ে কল দেওয়া ব্যক্তিকে সেখান থেকে শুধু উদ্ধারই করেনি, গ্রেপ্তার করে আদালতেও পাঠিয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ ভোর সোয়া ৪টায় রাজধানীর কদমতলী থানাধীন খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশের একটি দোকান থেকে হৃদয় নামে একজন ৯৯৯-এ কল দিয়ে নিজেকে চোর দাবি করেন। তিনি তাকে গ্রেপ্তারের দাবিও জানান পুলিশের কাছে।
৯৯৯-এ কল দিয়ে হৃদয় বলেন, ‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে। আমারে তো পিটাইয়া মাইরা ফালাইব, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’
হৃদয়ের কল পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলে। সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা হৃদয়কে ধরে পিটুনি দেওয়া শুরু করে। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
পিটুনিতে অসুস্থ হওয়ায় পুলিশ হৃদয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় কদমতলী থানার মেরাজনগর ব্লক বি-তে বসবাস করেন বলে পুলিশকে জানিয়েছেন।
জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং কলার হৃদয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণের চালান আটক
- গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
- বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম
- জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
- ৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
- রাষ্ট্রপতির আদেশে ১৭ বিচারককে বদলি