কেন্দ্রে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে: ইসি

লাস্টনিউজবিডি, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, গত নির্বাচনে আগের রাতে ব্যালট পাঠানোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। যার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকা ছাড়া অন্যান্য কেন্দ্রে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোন দল নির্বাচনে আসবে, কারা আসবে না সেটা আমাদের দেখার বিষয় না। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মার্কিন ভিসা নীতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে আনিছুর রহমান বলেন, ভিসা নীতির বিষয়ে আমাদের কিছু করার নেই, এমনকি কোনো বক্তব্যও নেই। কারণ এটা সরকারের বিষয়। আমরা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- দু-তিন দিনের মধ্যেই বাড়তে পারে শীত
- কিস্তিতে মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকা পেলেন অটোমেকানিক
- শেরপুরে রূপালী ব্যাংকের এটিএমবুথ উদ্বোধন
- ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- ডিআরইউর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
- রাত জেগে মোবাইলে ব্যবহারে যেসব রোগের শঙ্কা বাড়ে