ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

লাস্টনিউজবিডি, ২৬ সেপ্টেম্বর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।
নিহতের নাম মো. বাবু (৩৫)। তার বন্দী নম্বর (হাজতি ২১৬৬০/২৩), তার বাবার নাম মান্নান খান।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী ইমরানসহ কয়েকজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তাকে নিয়ে আসা হয়।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বাবুকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণের চালান আটক
- গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
- বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম
- জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
- ৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
- রাষ্ট্রপতির আদেশে ১৭ বিচারককে বদলি