কাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, জানাল মার্কিন দূতাবাস

লাস্টনিউজবিডি, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে কারা পড়তে যাচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
আজ সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে ভিসানীতি নিয়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে।
ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন যে কারো বিরুদ্ধে আমরা ভারসাম্যপূর্ণ ভিসা নিষোধাজ্ঞা নীতি অনুসরণ করছি। তারা সরকারপন্থী হোক কিংবা বিরোধী দলীয় সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারবিভাগের সদস্য কিংবা সংবাদকর্মী। আমরা আমাদের ভিসা নীতি প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তি বিবেচনা করবো না।
তবে কাদের ওপর ভিসানীতি আরোপ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি দূতাবাস।
একদিন আগে বাংলাদেশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে একই কথা বলেছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছিলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন যে কারো বিরুদ্ধে আমরা ভারসাম্যপূর্ণ ভিসা নিষোধাজ্ঞা নীতি অনুসরণ করছি।
চলতি বছরের মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে এমন কাউকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না।
এরপর সর্বশেষ গত শুক্রবার ভিসা বিধিনিষেধ প্রয়োগ শুরু হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এখনো কারও নাম প্রকাশ করা হয়নি।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
- ৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
- রাষ্ট্রপতির আদেশে ১৭ বিচারককে বদলি
- ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস
- দু-তিন দিনের মধ্যেই বাড়তে পারে শীত
- কিস্তিতে মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকা পেলেন অটোমেকানিক