বিএনপির আমিন বাজারের সমাবেশ স্থগিত

লাস্টনিউজবিডি, ২৫ সেপ্টেম্বর: ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিকেলে আমিনবাজারে দলটির যে সমাবেশ হওয়ার কথা ছিল স্থগিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর বরাত দিয়ে শায়রুল বলেন, রোববার মধ্যরাতে আওয়ামী সন্ত্রাসীরা মঞ্চ ভেঙেছেন। সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
আমিন বাজারে সমাবেশ করার অনুমতিও দেয়নি প্রশাসন। সেকারণে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।
এরপর কবে সমাবেশ হবে তা বিকেলে দলীয় কার্যালয়ের বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হবে বলেও জানিয়েছেন শায়রুল কবির।
এদিকে, বিকেল ৩টায় পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের ’নারী সাংবাদিক জাকিয়া’
- সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি : তথ্যমন্ত্রী
- পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখনো চলছে গণনা
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে
- হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি