কলাপাড়ায় আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মহিব

লাস্টনিউজবিডি, ২৪ সেপ্টেম্বর, গোফরান পলাশ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধূলাসার ইউনিয়ন আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধূলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন এমপি। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ধূলাসার ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির খলিফা জানান, ইউনিয়নের বাবলাতলা বাজারটি মৎস্য ব্যবসা, ব্যাংকিং সেবা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য গুরুত্বপূর্ণ। দলের নেতা-কর্মীদের অনেক দিনের দাবি এ বাজারে একটি আঞ্চলিক কার্যালয়ের। এমপি ব্যক্তিগত অর্থায়নে নেতা-কর্মীদের এ দাবি পূরণ করলেন।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
- বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা
- ইসির সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক আজ
- আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
- সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে: পিআইও
- ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ