খালেদা জিয়ার কিছু হলে সব দায় সরকারের: ফখরুল

লাস্টনিউজবিডি, ২৪ সেপ্টেম্বর: খালেদা জিয়ার কিছু হলে সব দায় সরকারের মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। আজকে তিনি সুচিকিৎসা পাচ্ছেন না।
সরকারকে বলব, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিন। তার কিছু হলে সারা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হবে। ম্যাডামের কিছু হলে সব দায় সরকারকে নিতে হবে।’
আজ রোববার বিকেলে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘একটা বেআইনি সরকারকে আবার প্রতিষ্ঠিত করবার জন্য, গণবিরোধী সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য আপনারা দয়া করে কোন অবস্থান নেবেন না। কারণ এখন বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আপনারা যতই চেষ্টা করেন, এই বাংলাদেশের মানুষকে আর ঘরে ফেরাতে পারবেন না।’
তিনি বলেন, ‘আমরা এখনও শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণ থাকব, শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ করে যাব এবং আশা করব এই শান্তিপূর্ণ প্রতিবাদের কথা শুনে শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হবে। তিনি পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে।’
ফখরুল বলেন, ‘ভিসানীতি স্বাধীন দেশের জন্য অপমানজনক। এর জন্য সরকার দায়ী। শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের মানুষও সরকারকে স্যাংশন দিয়েছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- শেষ হলো ‘মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা‘ উৎসব
- হজের নিবন্ধনের সময় বাড়ছে ৩১ ডিসেম্বর পর্যন্ত
- যুদ্ধে হাত-পা হারিয়েছেন তিন হাজার ইসরায়েলি সেনা
- ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
- ভেড়ামারায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- মধুখালীতে জয়িতা নির্বাচিত হলেন যারা