শেরপুরে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আরেকজন আহত

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বজ্রপাতে শাহ পরান (৭) নামে মাদরাসা পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় মোরসালিন (১০) নামে আরেক শিশু আহত হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার সাপমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের মাঠে মঞ্জু মিয়ার ছেলে শাহ পরান অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি। এক পর্যায়ে বজ্রপাত হলে শাহ পরান মাটিতে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলে সে মারা যায় এবং মোরসালিন নামে অপর এক শিশু গুরুতর আহত হয়। মোরসালিন একই গ্রামের মোমিন মিয়ার ছেলে। পরে মোরসালিনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে
- হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি
- বেশি দামে পেঁয়াজ বিক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর
- জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন শ্রীমঙ্গল থানার আমিনুল ইসলাম