শ্রীমঙ্গলে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর , বিএমএ’র উপজেলা কমিটির সভাপতি ডা. হরিপদ রায়।

এরপর তিনি শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় নকশিকাঁথা ‘আদি’-এর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
এর আগে বিভাগীয় কমিশনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পরা রোধকল্পে সিংহবীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়তা কর্মসুচির অংশ হিসেবে ‘রিডিং এন্ড রাইটিং হসপিটাল’ পরিদর্শন, টিফিন বক্স, মিডডে মিল ও শিক্ষা উপকরন বিতরন করেন।

এরপর তিনি কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান এবং ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরন করেন ও অত্যাধুনিক লেডিস কর্ণার উদ্বোধন করেন।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২০ জন নৃ-গোষ্ঠির ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরন করেন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- বাবাকে একটু দেখতে চাই, হাত ধরে হাঁটতে চাই
- জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের ’নারী সাংবাদিক জাকিয়া’
- সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি : তথ্যমন্ত্রী
- পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখনো চলছে গণনা
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে