সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অপরিসীম -এমপি মাশরাফি বিন মর্তুজা

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা বলেছেন,’সমাজের বৈষম্য দূর করতে হলে ইমামদের এগিয়ে আসতে হব। সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইমামরা। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইমামদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।
শনিবার (২৩ সেপ্টেম্বর)বিকালে লোহাগড়া উপজেলার আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উদ্যোগে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান প্রমুখ।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি
- বেশি দামে পেঁয়াজ বিক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর
- জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন শ্রীমঙ্গল থানার আমিনুল ইসলাম
- শেষ হলো ‘মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা‘ উৎসব
- হজের নিবন্ধনের সময় বাড়ছে ৩১ ডিসেম্বর পর্যন্ত