স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ, এরপর দম্পতির আত্মহত্যা

লাস্টনিউজবিডি, ২৪ সেপ্টেম্বর: বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে স্বামীর সামনকে স্ত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন লাঞ্ছনা সহ্য করতে পারেননি ওই দম্পতি। একসঙ্গে বিষ পান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনা ভারতের উত্তর প্রদেশের বসতি জেলায়।
দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আত্মহত্যার আগে ওই দম্পতি একটি ভিডিও ধারণ করেছেন। সেখানে অভিযুক্তদের নাম ও তাদের ওপর চালানো অত্যাচারের বিবরণ দিয়েছেন।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ভিডিও-এর সূত্র ধরে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, বসতি জেলার রুধৌলি পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় থাকতেন ওই দম্পতি। তাদের তিন সন্তান আছে। গত ২০ সেপ্টেম্বরের রাতে হঠাৎ বাড়িতে কয়েকজন যুবক জোরপূর্বক প্রবেশ করে। এরপর ওই নারীকে ধর্ষণ করে। স্ত্রীর ওপর হওয়া পাশবিক অত্যাচার দেখতে বাধ্য করা হয় স্বামীকে। এরপরেই গত বৃহস্পতিবার ভোরে তারা বিষপানে আত্মহত্যা করেছেন।
ওই দম্পতির সন্তানরা জানান, শুক্রবার সকালে তারা স্কুলে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিল, তখন মা-বাবাকে শুয়ে থাকতে দেখে। জিজ্ঞাসা করলে তারা বলেন, বিষপান করেছেন দুইজনই। শিগগিরই তারা মারা যাবেন। এরপরই আট বছরের কিশোর ছুটে গিয়ে প্রতিবেশীদের খবর দেন। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওইদিনই মৃত্যু হয় স্বামীর। তার পরেরদিন মৃত্যু হয় স্ত্রীর।
পুলিশ বলছে, আত্মহত্যার আগে ওই দম্পতি একটি ভিডিও রেকর্ড করেছিলেন, যেখানে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করেন। তাদের ওই বক্তব্যের উপর ভিত্তি করেই পুলিশ অভিযুক্ত দুই যুবককে করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (গণধর্ষণ) ও ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) অভিযোগ দায়ের করা হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে: পিআইও
- ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল