সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

লাস্টনিউজবিডি, ২৪ সেপ্টেম্বর: সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় আমির হোসাইন মাসুদ নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব তুলাতলী গ্রামের নজির আহমদ ক্বারী সাহেবের বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে সৌদি আরবে পাড়ি জমান মাসুদ। রিয়াদের একটি স্থানীয় কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে তার স্বজনরা মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই ইয়াছিন আরাফাত স্বপন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
- বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা
- ইসির সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক আজ
- আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
- সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে: পিআইও
- ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ