নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে

লাস্টনিউজবিডি, ২৪ সেপ্টেম্বর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করবে বিএনপি। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।
৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসক। গত সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দিতে হয়।
এরই মধ্যে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় তাকে বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- রাজধানীসহ সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন
- চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না: রিজভী
- ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পুলিশ ভ্যান, নিহত কনস্টেবল
- অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
- বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা
- ইসির সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক আজ