হোটেলে ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুলশিক্ষকের মরদেহ

লাস্টনিউজবিডি, ২২ সেপ্টেম্বর: রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে মনিন্দ্র নাথ (৪৮) নামের এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে সেগুনবাগিচার হোটেল দ্যা গ্রেন্ড হায়াতের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনিন্দ্র নাথ রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তারবাড়ি গোপালগঞ্জের় কোটালীপাড়া উপজেলায় নৈয়ারবাড়ি গ্রামে। বর্তমানে তিনি পরিবার নিয়ে রাজৈর উপজেলায় থাকতেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস আলী বলেন, আমরা বৃহস্পতিবার রাতে সেগুনবাগিচার হোটেল দ্যা গ্রেন্ড হায়াতের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনিন্দ্র নাথের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মনিন্দ্র নাথের কাকাত বাবুল বাড়ই বলেন, আমি পুলিশের মাধ্যমে সংবাদ শুনে হাসপাতালে এসে দাদার মৃতদেহ দেখতে পাই।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- বাবাকে একটু দেখতে চাই, হাত ধরে হাঁটতে চাই
- জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের ’নারী সাংবাদিক জাকিয়া’
- সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি : তথ্যমন্ত্রী
- পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখনো চলছে গণনা
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে