রোহিঙ্গাদের আরও সাড়ে ১১ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

লাস্টনিউজবিডি, ২২ সেপ্টেম্বর: জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মিয়ানমার, বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য অতিরিক্ত ১১ কোটি ৬০ লাখ ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স
স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ কথা বলেছেন।
ব্লিনকেন বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলে সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তা ২.২ বিলিয়ন ডলারেরও বেশি।
এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও রান্নার জ্বালানি নিশ্চিত করতে নতুন আরেকটি সহায়তা প্যাকেজ ঘোষণা দেয় যুক্তরাজ্য। শরণার্থীদের জন্য ৩০ লাখ পাউন্ড অর্থাৎ ৩৭ লাখ মার্কিন ডলার নতুন তহবিল ঘোষণা করেছে দেশটি।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার ও বঙ্গোপসাগরের ভাসানচরে বসবাস করছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের পশ্চিম উপকূলের রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন থেকে বেশিরভাগ মুসলিম শরণার্থী পালিয়ে যায়।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
- রাষ্ট্রপতির আদেশে ১৭ বিচারককে বদলি
- ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস
- দু-তিন দিনের মধ্যেই বাড়তে পারে শীত
- কিস্তিতে মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকা পেলেন অটোমেকানিক
- শেরপুরে রূপালী ব্যাংকের এটিএমবুথ উদ্বোধন