রাজধানীর দুই স্থানে আজ বিএনপির সমাবেশ

লাস্টনিউজবিডি, ২২ সেপ্টেম্বর: ‘১ দফা’ শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে রাজধানীতে আজ দুইটি সমাবেশ করবে বিএনপি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) পৃথকভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সমাবেশের আয়োজন করেছে।
এদিন বেলা ৩টায় আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন ময়দানে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার।
অপরদিকে বেলা ৩টায় যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখনো চলছে গণনা
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে
- হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি
- বেশি দামে পেঁয়াজ বিক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর