পাকিস্তানে ২২ লাখ মানুষের তথ্য চুরি, অনলাইনে বিক্রির বিজ্ঞাপন

লাস্টনিউজবিডি, ২১ সেপ্টেম্বর: পাকিস্তানের ২২ লাখ মানুষের তথ্য চুরি করে অনলাইনে বিক্রি করছে হ্যাকাররা। দেশটি শত শত রেস্টুরেন্টের ডাটাবেজ ব্যবস্থাপনা করতো একটি বেসরকারি কোম্পানি। সেই কোম্পানি থেকেই তথ্য চুরি করে হ্যাকাররা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অনলাইনে কয়েকজনের তথ্য বিক্রির বিজ্ঞাপনও দিয়েছে হ্যাকাররা। সেখানে তারা দাবি করে যে তারা আড়াই শতাধিক রেস্টুরেন্টের ডাটাবেজ হ্যাক করেছে।
জিও নিউজ জানায়, চুরি হওয়া তথ্যে মধ্যে গ্রাহকদের ফোন নাম্বার ও ক্রেডিট কার্ডের বিস্তারিতও রয়েছে। এই ক্রেডিট কার্ড কতবার ব্যবহার করা হয়েছে সেটাও জানে হ্যাকাররা। অনলাইনে কেনাকাটার তথ্যও রয়েছে।
এই তথ্যগুলো ২ বিটকয়েনে বিক্রির ঘোষণা দিয়েছে হ্যাকাররা যার বাজারমূল্য ৫৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে পাঁচ লাখ টাকার বেশি।
পাকিস্তানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেবিআর জানিয়েছে, তারা এই সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাননি।
এর আগেমঙ্গলবার কেন্দ্রীয় সরকার সব আইটি ও ব্যবসায়কি প্রতিষ্ঠানকে ভারতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেয়।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে
- হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি
- বেশি দামে পেঁয়াজ বিক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর
- জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন শ্রীমঙ্গল থানার আমিনুল ইসলাম