ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপষ্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

লাস্টনিউজবিডি, ২০ সেপ্টেম্বর: মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে ০৩ সপ্তাহ ব্যাপী (০৩ সেপ্টেম্বর – ২১ সেপ্টেম্বর ২০২৩) ক্যাপষ্টোন কোর্স ২০২৩/২ আজ বুধবার (২০-০৯-২০২৩) শেষ হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

তিন সপ্তাহ ব্যাপী পরিচালিত এই কোর্সে মাননীয় সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারী ও বেসরকারী সংস্থার সিনিয়র প্রতিনিধি, ক‚টনীতিক এবং কর্পোরেট নেতাসহ মোট ৩১ জন ফেলো অংশগ্রহণ করেন।
মাননীয় প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে, কোর্সটি সফলভাবে সমাপ্ত করার জন্য সকল ফেলোদের অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকল ফেলোদের প্রতি আহবান জানান।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন, এসবিপি, বিএসপি,এসইউপি(বার), এএফডবিউসি, পিএসসি, জি+, পিএইচডি, কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতৃবৃন্দের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচেছ এ ক্যাপষ্টোন কোর্স। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য সকল ফেলোদের আন্তরিকভাবে অনুরোধ করেন।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- বাবাকে একটু দেখতে চাই, হাত ধরে হাঁটতে চাই
- জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের ’নারী সাংবাদিক জাকিয়া’
- সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি : তথ্যমন্ত্রী
- পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখনো চলছে গণনা
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে