কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

লাস্টনিউজবিডি, ২০ সেপ্টেম্বর: ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিবাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস’ ২০২৩ উদযাপন করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউ পি সদস্য, সরকারি কর্মকর্তা, শিক্ষক সহ গন্য মান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন,’৭৫ এর ১৫ ই আগস্ট বাংলাদেশের মহান স্বাধীনতা, সংগ্রামের স্থপতি বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোস্তাক-জিয়া এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। আজ বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল এর মত বিস্ময়কর উন্নয়নে স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠনে নৌকায় ভোট দিন’।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার প্রমূখ।
আলোচনা সভার শেষে চ্যানেল আই তারকা শিল্পী ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি : তথ্যমন্ত্রী
- পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখনো চলছে গণনা
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে
- হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি
- বেশি দামে পেঁয়াজ বিক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা