মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেব না, মেয়র তাপসের হুঁশিয়ারি

লাস্টনিউজবিডি, ২০ সেপ্টেম্বর: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জায় এখন ঢাকা ছেড়ে গেছেন ঠাকুরগাঁওয়ে। আমরা আর ঢুকতে দেব না। রাজধানী মুক্ত রাখব, ইনশাআল্লাহ।’
আজ বুধবার রাজধানীর বনশ্রীতে ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে এ কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের সমালোচনা করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘তারা বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো স্বপ্ন নেই, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো আশা নেই, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘আজকে জননেত্রী শেখ হাসিনা শুধু ঢাকা শহর না, বাংলাদেশের প্রত্যেক গ্রামে-গঞ্জে পায়রা রূপপুর, মাতারবাড়ি- যেই নামগুলো কেউ কোনো দিন চিন্তাও করেনি সেই নামগুলোকে আজ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ারে পরিণত করেছেন।’
বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘২৯ বছর তারা ক্ষমতায় ছিল। কিন্তু তারা জনগণের উন্নয়ন করতে পারেনি। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ জনগণের চোখ দিয়ে দেখতে হবে। তারা ২৯ বছর সরকারে ছিল। ২৯ বছর তারা এ দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছে।’ তাপস।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণের চালান আটক
- গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
- বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম
- জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
- ৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
- রাষ্ট্রপতির আদেশে ১৭ বিচারককে বদলি