আমেরিকায় একই পরিবারের ৪ জনকে গুলি করে হত্যা

লাস্টনিউজবিডি, ২০ সেপ্টেম্বর: আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তান এবং তিনটি পোষা কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে। ইলিনয়ের রোমিওভিলে অবস্থিত একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার রাতে রোমিওভিলে নিয়মিত পর্যবেক্ষণের জন্য ওই বাড়িতে প্রবেশের পর মরদেহগুলো দেখতে পায় পুলিশ। নিহতরা হলেন, আলবার্তো রোলন, জোরাইদা বার্তোলোমি এবং তাদের ৯ ও ৭ বছর বয়সী দুই সন্তান। এ ছাড়া ঘটনাস্থল থেকে তাদের পোষা তিনটি কুকুরের গুলিবিদ্ধ দেহও উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত বা রোববার ভোরের দিকে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন এক সংবাদ সম্মেলনে জানান, তাঁরা মনে করেন না, ওই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন। বরং এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত করা হচ্ছে।এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আশেপাশের বাসিন্দাদের জন্য কোনো ধরনের ঝুঁকি রয়েছে বলে মনে করছে না পুলিশ।
গত কয়েক বছর ধরে আমেরিকায় উল্লেখযোগ্য হারে বন্দুক সহিংসতা বেড়ে গেছে। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে নৃশংস বন্দুক হামলা বা হত্যার ঘটনা ঘটছে। প্রকাশ্য দিবালোকে, বাড়িতে ঢুকে, শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিচারে বন্দুক হামলায় মৃত্যুর মিছিল থামছেই না। চলতি বছরের প্রথম ছয় মাসে ২৮টি নির্বিচার বন্দুক হামলা হয়েছে দেশটিতে।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখনো চলছে গণনা
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে
- হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি
- বেশি দামে পেঁয়াজ বিক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর