জেলায় শ্রেষ্ঠ হলেন শ্রীমঙ্গলের ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
শ্রীমঙ্গলে ইউএনও হিসেবে যোগদানের পর থেকে তিনি শ্রীমঙ্গল উপজেলার শিক্ষা, স্বাস্হ্য, মৎস্য উৎপাদন, আশ্রয়ন প্রকল্প, নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নসহ সরকারের বিভিন্ন উন্নয়মুলক কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সহকারি কমিশনার হিসেবে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে তিনি ২০১৯ সালে মানিকগঞ্জ সদর উপজেলায় এসি ল্যাণ্ড হিসেবে যোগ দেন। ২০২১ সালে রংপুরে পরিবেশ অধিদপ্তরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি ২০২২ সালের ৮ মে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদন করেন।
ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন ১৯৮৫ সালের ১৯ আগস্ট ঠাঁকুরগাওয়ে জন্মগ্রহন করেন। তার পিতা মো. আব্দুর রাজ্জাক ও মাতা মিনারা খাতুন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রী নুজহাত ইয়াসমিন বৃষ্টি। তিনি এক কন্যা সন্তানের জনক।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই, ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
- চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
- কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন!
- সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান
- শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
- ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী