কুলাউড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

লাস্টনিউজবিডি, ১৮ সেপ্টেম্বর: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকা টিলাগাঁওয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম মহরাম আলী (৫৬), আপরজনের নাম লিয়াকত মিয়া (৬০)। রোববার রাত ১০টার দিকে এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক।
তিনি জানান, টিলাগাঁও এলাকার শাহপুরে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। তাদের বাড়ি টিলাগাঁও ইউনিয়নে। আহত হয়েছেন দুজন।
তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
- কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন!
- সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান
- শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
- ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- অক্টোবরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল