সাংবাদিক হুমায়ুন কবীরের মৃত্যুতে বিএফইউজে’র শোক

লাস্টনিউজবিডি, ১৪ সেপ্টেম্বর: বিশিষ্ট সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের ষ্টাফ রিপোর্টার এবং দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৩) বছর।
এক শোকবার্তায় হুমায়ুন কবীরের মৃত্যুতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবীরের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন, হুমায়ুন কবীরের মতো একজন গুনী সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসা পুরণ হওয়ার নয়।
সাংবাদিক হুমায়ুন কবীর দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি লিভার ক্যান্সারে ভুগছিলেন। ঢাকা ল্যাবএইড হাসাপাতালে চিকিৎসা শেষে তিনি নিজ বাড়ি দিনাজপুর যাওয়ার পথে গত বুধবার বগুড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান
- শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
- ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- অক্টোবরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
- পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিত হতে সক্ষম হয়েছে: আইজিপি
- বিএনপি তাদের নেতাদের অন্য দলে চলে যাওয়া ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী