বাবাকে নিয়ে আমাদের সবার মধ্যেই অনেক অপ্রকাশিত আবেগ বিদ্যমান-মাতলুব আহমাদ

আরটিভিতে প্রচারিত হয়ে গেল জনপ্রিয় অনুষ্ঠান “গর্বিত বাবা” এর ১৪তম পর্ব। অনুষ্ঠানটি মাসের শেষ শনিবার বিকাল ৫.৪৫ মিনিটে প্রচারিত হয়। এবারের পর্বে এসেছিলেন একজন শিক্ষক বাবা এবং একজন জেলে পেশার বাবা । যাদের দুজনই তাদের সন্তানকে বড় করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং করছেন। জনাব নির্মলেন্দু কির্ত্তনীয়া একজন আদর্শ শিক্ষক এবং সেই আদর্শের আলোকেই তিন তার সন্তান মানস কির্ত্তনীয়াকে বড় করে তুলেছেন। তার ছেলে বর্তমানে একজন সহকারী পুলিশ সুপার। তাদের জীবনের গল্পটা দর্শকরা ভীষণ পছন্দ করেছে, ফেইসবুকে যার ভিউ ৬ মিলিয়ন অতিক্রম করেছে৷
জেলে পল্লীর দরিদ্র পরিবারের মারুফা খাতুন ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মাছ ধরে জীবিকা নির্বাহ করা মারুফার বাবা মোঃ আজিত বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম করে তার পরিবারের ভরণপোষণ করে যাচ্ছেন। তিনি বলেন,কোন রকমে খেয়ে না খেয়ে সংসার চলে যায়। মেয়েটা ডাক্তারী পড়ার সুযোগ পাওয়া ভীষণ আনন্দ হচ্ছে।
মূলত সফল সন্তানের পেছনে বাবাদের পরিশ্রম ও ত্যাগের গল্প তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।
অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে আব্দুল মাতলুব আহমাদ বলেন –”গর্বিত বাবা” অনুষ্ঠানটির প্রতিটি গল্পই আলাদা,প্রতিটি গল্পেই আছে নতুনত্ব। ফলে আমি মনে করি এই অনুষ্ঠান দর্শকদের কাছে কখনো পুরনো হয়ে যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দর্শকরা তাদের মন্তব্যে এধরণের অনুষ্ঠান আরো বেশি করার জন্য উতসাহ দেয়। আসলে দর্শকদের ভালোবাসা ও অনুপ্রেরণায়ই আমরা এগিয়ে চলেছি। বাবাদের নিয়ে একটি দর্শক নন্দিত অনুষ্ঠান করতে পারা,আমার ভেতরে অন্য রকম ভালোলাগা তৈরি করে। বাবাকে নিয়ে আমাদের সবার মধ্যেই অনেক অপ্রকাশিত আবেগ বিদ্যমান।
অনুষ্ঠানের ভিডিও লিংক-
ফেইসবুকঃ
https://www.facebook.com/RtvLifestyles/videos/702933628344674
You must be logged in to post a comment Login