উৎপাদনের হাব হিসেবে টেশিসকে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: টেলিযোগাযোগ মন্ত্রী

লাস্টনিউজবিডি, ১৩ সেপ্টেম্বর: ডাক ও টেলিযোগাযোযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)কে গুণগতমানের ডিজিটাল যন্ত্র উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
এই লক্ষ্যেবিদ্যমান অবকাঠামো এবং ডিভাইস উৎপাদনের প্লান্টসমূহেরআধুনিকায়নের পাশাপাশি স্মার্ট ফোন, কম্পিউটার – ল্যাপটপ, সীমকার্ড, ব্যাটারি সেল (লিথিয়াম -আইওন) চার্জার, পাওয়ারব্যাংক, রাউটার এবং আইওটি ও রোবটিক্স ডিভাইস উৎপাদনেস্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেরকাজ চলছে।
মন্ত্রী আজ ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তর মিলনায়তনে টেশিস এর ভৌত অবকাঠামো আধুনিকায়ন, নতুন ডিজিটালডিভাইস উৎপাদন ও সংযোজন প্লান্ট স্থাপন এবং বিদ্যমানপ্লান্টসমূহের উৎপাদন –সংযোজন সক্ষমতা বৃদ্ধিকরণের সমন্বিতসম্ভাব্যতা সমীক্ষার খসড়া প্রতিবেদন সংক্রান্ত টেশিস আয়োজিতকর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনামোরশেদ জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী টেলিফোন শিল্প সংস্থাকে স্মার্ট বাংলাদেশের উপযোগীডিজিটাল যন্ত্র উৎপাদনে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাঅপরিহার্য উল্লেখ করে বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তরেরঅভিযাত্রা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী দিনেবইয়ের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে ট্যাব কিংবা ল্যাপটপ দিতেহবে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ পৌঁছেদিতে ২০১৫ সালে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স বৈঠকেটেশিসকে শক্তিশালী করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সে লক্ষ্যবাস্তবায়নে টেশিসকে পুরোপুরি প্রস্তুত করার কাজ আমরা শুরুকরেছি। তিনি বলেন টেশিসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণতকরাই একমাত্র লক্ষ্য নয়, এর সাথে আবেগ জড়িয়ে আছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রতিষ্ঠানটিপ্রতিষ্ঠা করেন। টেশিসকে শক্তিশালী করার দায়িত্ব গ্রহণের জন্যআমাকেই বলা হয়েছিল। এটা আমার আবেগের জায়গা উল্লেখকরেন মন্ত্রী। শিক্ষার ডিজিটাল প্রযুক্তি বিকাশের
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
- পুকুর নিলাম নিয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ
- প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা গ্রেপ্তার
- স্বর্ণের দাম ভরিতে কমল ১২৮৪ টাকা
- ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেব না: কাদের
- বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার