কথা কাটাকাটির জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

লাস্টনিউজবিডি, ১০ সেপ্টেম্বর: নগরের পাহাড়তলী থানায় সরাইপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটিরে এক পর্যায়ে মো. হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।
মো. হোসেন, একই থানার ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, কথা কাটাকাটিরে জেরে মো. হোসেন নামে একজনকে ছুরিকাহত করা হয়।
সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ১২ মিনিটের ভিডিওতে যা বললেন তামিম
- এমপি হিসেবে শপথ নিলেন সিদ্দিকুর রহমান
- বায়ুদূষণে বছরে একজনের চিকিৎসা ব্যয় ৪ হাজার টাকা: সিপিডি
- ৭ পদে নিয়োগ দেবে ঢাকা ওয়াসা
- দেশে ৮ মাসে ধর্ষণের শিকার ৪৯৩ কন্যাশিশু
- শিশুর সন্তান প্রসব, দেড় বছর পর বেরিয়ে এলো ধর্ষক তার বাবা