ডিআরইউ’র দপ্তর সম্পাদকের বিরুদ্ধে মামলার হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা

লাস্টনিউজবিডি, ০৯ সেপ্টেম্বর: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক কাওসার আজমের বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ ঘটনায় নিন্দা জানান।
কাওসার আজম জানান, আজ শুক্রবার দৈনিক নয়া দিগন্তে মৎস্য অধিদফতরের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমানকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের মৃল ফোকাস ছিল পিডি নিজের গাড়ি প্রকল্পে ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়াসহ আনুষঙ্গিক বাবদ দেড় লক্ষাধিক টাকা উত্তোলন করছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের +880 1780-168865 নম্বর থেকে গাড়ি সংক্রান্ত নিউজের কিছু অংশের প্রতিবাদ জানিয়ে পিডি এস এম আশিকুর রহমান মানহানি মামলা করার হুমকি দেন। সুনির্দিষ্ট তথ্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই নিউজটি করা হয়েছে।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, নিউজ নিয়ে কোনো বক্তব্য থাকলে পিডি পত্রিকায় প্রতিবাদ দিতে পারেন। কিন্তু এভাবে রিপোর্টারকে হুমকি স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের জন্য অন্তরায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন!
- সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান
- শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
- ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- অক্টোবরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
- পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিত হতে সক্ষম হয়েছে: আইজিপি